পিরোজপুর প্রতিনিধি : মঠবাড়িয়ায় যৌথ অভিযান চালিয়ে ১২ মন জাটকা জব্দ করেছে জেলা মৎস বিভাগ ও পুলিশ। এসময় পালিয়ে গেছে জাটকা মজুদকারী গফফার মিয়া।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(২৩ এপ্রিল) থানা পুলিশের সহায়তায় উপজেলার জানখালী গ্রামে অভিযান চালায় মৎস্য কর্মকর্তারা। এ সময় বলেশ্বর নদী তীরবর্তী ওই গ্রামের পাইকারী মাছ বিক্রেতা গফফারের বাড়ি থেকে প্যাকেটজাত অবস্থায় উদ্ধার করা হয় ১২ মন জাটকা। পরে জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুঃস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম দ্য রিপোর্টকে জানিয়েছেন, স্থানীয় অসাধু মৎস্য ব্যবসায়ী গফফার মিয়া জাটকা ইলিশ মজুদ করেছে মর্মে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় জাটকা জব্দ করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অভিযুক্ত গফফার।

(দ্য রিপোর্ট/এজে/এপ্রিল ২৩, ২০১৭)