দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর দারুস সালামের একটি বাসায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনায় বাসার গৃহকর্ত্রীকে আটক করেছে দারুস সালাম থানা পুলিশ।

রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এক মানবাধিকার কর্মীর মাধ্যমে খবর পেয়ে দারুস সালাম টাওয়ারের ১২/বি/৮ নং বাসার ১২ তলা থেকে তাকে উদ্ধার করে রাতে ঢামেক হাসপাতালে ভর্তি করে পুলিশ।

শিশু গৃহকর্মীর নাম জাহানারা খাতুন (চুমকি) (১০) পিতা মৃত মতিন, মার নাম আমেনা খাতুন। গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভূমিহীন আবাসন এলাকায়।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ জানান, চুমকি ২ বছর যাবৎ দারুস সালামের বাসায় গৃহকর্তা আরিফিন ইসলাম (৩০) ও তার স্ত্রী সুরভী ইসলামের বাসায় কাজ করতো।

এসআই আরও জানান, গত (২০ এপ্রিল) রাত ৮টার দিকে কাজ করতে না পারায় খুন্তি গরম করে কপালে পিঠে হাতে ছ্যাকা দেয়, এবং রুটি বানানোর বেলনা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মারধর করে। গৃহকর্ত্রী সুরভী ইসলামকে (২৭) আটক করা হয়েছে। নির্যাতনের শিকার চুমকি ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে।

(দ্য রিপোর্ট/আরএস/এআরই/এনআই/এপ্রিল ২৪, ২০১৭)