‘বিএনপির আস্ফালন হাওয়ায় মিটে যাবে’
দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কয়েটি উপজেলায় বেশি জিতে বিএনপি আস্ফালন করছে। তাদের আস্ফালন হাওয়ায় মিটে যাবে।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীরউত্তম খাজা নাজিমউদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, বিএনপিকে মনে রাখা উচিত নির্বাচন শেষ হয়ে যায়নি। মাত্র প্রথম ধাপের নির্বাচন হয়েছে। আরও চার দফা নির্বাচন বাকি আছে। সবশেষে বুঝা যাবে কাদের সমর্থিত প্রার্থীরা বেশি জিতেছে।
রবিবার জেমএমবির দণ্ডপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, অনেক আগে থেকেই বিএনপি-জামায়াতের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। সম্প্রতি সময়ে আল-কায়েদা প্রধানের ভিডিওবার্তা ও আসামি ছিনতাই একই সূত্রে গাথা।
তিনি বলেন, বিএনপি-জামায়াত-জাওয়াহিরি (আল-কায়েদা প্রধান) জেমএবি এরা একই সূত্রে গাথা। সাম্প্রতিক কার্যক্রম সেই বিষয়টি আরও পরিষ্কার করেছে।
সাবেক এই মন্ত্রী বলেন, নির্বাচনের বাইরে থাকা দেশবিরোধী চক্র এখন আন্তর্জাতিক চক্রান্ত শুরু করেছে। পাকিস্তান, ইরাক, আফগানিস্তানসহ অনেক ইসলামী দেশ আজ সংকটে। জনসংখ্যার দিক দিয়ে তৃতীয় বৃহত্তম ইসলামী দেশ বাংলাদেশকেও অস্থিতিশীল করার পরিকল্পনা চলছে।
আওয়ামী লীগ এই চক্রান্ত থেকে দেশকে রক্ষা করছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে আমরা (বাংলাদেশ) অনেক বড় সংকট থেকে মুক্তি পেয়েছি।’
বিএনপি নেতা রিজভী আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ড. হাছান বলেন, খালেদা জিয়াকে শুধু তওবা করলেই হবে না। কারণ সব তওবা আল্লাহ কবুল করেন না।
প্রথম দফা উপজেলা নির্বাচনে খারাপ ফল করার বিষয়ে তিনি বলেন, কিছু বিদ্রোহী প্রার্থী থাকায় আমাদের সমর্থিত প্রার্থীরা নেতিবাচক ফল করেছে। সামনের দিনে এই সমস্যা থাকবে না।
(দ্য রিপোর্ট/বিকে/এসবি/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)