দ্য রিপোর্ট ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২৭তম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরু ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল। ইডেন গার্ডেনসে ম্যাচটিতে প্রথমে ব্যাট করে কলকাতা ১৩১ রানে সব উইকেট হারায়। যার জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪৯ রানেই গুটিয়ে যায় ব্যাঙ্গালুরুর ইনিংস!

রবিবারের বৃষ্টিবিঘ্নিত রাতের ইডেনে যে এমনও নাটকীয় উপাদান লুকিয়েছিল, তা সম্ভবত কেউ কল্পনাও করতে পারেননি। মাত্র ৯.৪ ওভারে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে গুঁড়িয়ে দিয়ে বাজিমাত কলকাতার।

এমন লজ্জার হারের পর বিরাট কোহলিও মেনে নিচ্ছেন, দলের এমন কুৎসিত ব্যাটিং তিনিও কল্পনা করতে পারেননি। আরসিবি অধিনায়কের মন্তব্য, ‘বলতে বাধা নেই এটা জঘন্যতম ব্যাটিং। এত দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আমি কল্পনাও করতে পারিনি। শেষ ম্যাচে ২০০ রান করার পর যে এমন পরিণতি! আশা করছি, সকলে এই হার থেকে শিক্ষা নেবে।’

মাঠে উল্লাসে লাফিয়ে উঠলেও গৌতম গম্ভীর সতর্কই থাকছেন। তিনি বলেছেন, ‘এত কম রান হওয়ার কারণে আমাদের প্রধান লক্ষ্য ছিল সঠিক লাইনে বল করে যাওয়া। নাইল-ওকস’রা সেটাই করেছে।’ তবে যোগ করেছেন, ‘ব্যাটিংয়ে জোর দিতে হবে। যেভাবে শুরু করেছিলাম তাতে ১৭০ রান হওয়া উচিত ছিল। সেটা নিয়েও আমাদের ভবিষ্যতে সতর্ক থাকতে হবে।’

(দ্য রিপোর্ট/এনপিএস/এপ্রিল ২৪, ২০১৭)