নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার আড়াইহাজার উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

 

সোমবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার ব্রহ্মন্দী ইউনিয়নের বড় ফাউসা গ্রামে ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে আনিছ ভূঁইয়া ও সুজন মিয়া নামের ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মনির হোসেন ও মোতাহার এর বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত উভয় পক্ষের মধ্যে দ্বন্ধ চলে আসছিল।সোমবার মনির ও মোতাহারের মধ্যে সীমানা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোক জন দেশিয় অস্ত্র, দা, ছোরা, টেটা বল্লম নিয়ে বৃষ্টি উপেক্ষা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের নারীসহঅন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জুয়েল (৩০), মোতাহার (৪০), ইসমাইল (৫০), মনোয়ারা (৫০), শফিকুল (৩০), মনির হোসেন (৫০), লাভলী আক্তার (৩০), সায়েদা বানু (৬৫), মুক্তার হোসেন (৪৫) ও ইশবাল হোসেনকে(২৫) উপজেলা স্থাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। বাকিদেরপ্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে হাসপাতালের নেওয়ার পর আবারো ২ পক্ষের লোকদের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ব্যাপারে২টি অভিযোগ পাওয়া গেছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপ্রিল ২৪, ২০১৭)