দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ শেখহাটি এলাকায় যমুনা অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করেছে মৃত মো. রিপনের স্ত্রী মোছা. মদিনা বেগম।

সোমবার (২৪ এপ্রিল) সকালে যমুনা অটো রাইস মিলের মালিক সুবল ঘোষসহ তিনজনকে আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন মদিনা বেগম।

এরআগে রবিবার (২৩ এপ্রিল) রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহরের নিমনগর বালুবাড়ীর বাসিন্দা মো. শওকত আলীর ছেলে মো. রিপন (৩০)।

এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, যমুনা অটো রাইস মিলের মালিক সুবল ঘোষ, কমল ও একরামুলকে আসামি করে মামলা করেছেন মৃত রিপনের স্ত্রী মদিনা বেগম। ঘটনার পর থেকে মালিক সুবল ঘোষ পলাতক রয়েছে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরো জানিয়েছেন, মামলায় উল্লেখ রয়েছে, অসাবধানতা ও অবহেলার কারণে বয়লার বিস্ফোরণের ঘটনায় রিপনের মৃত্যু হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এজে/এপ্রিল ২৪, ২০১৭)