য‌শোর অফিস : বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কেজি ৩০০ গ্রাম ওজনের আটটি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মহাসিন (২৮) নামে এক সোনা পাচারকারীকেও আটক করেছেন তারা।

 

সোমবার(২৪ এপ্রিল) দুপু‌রে পুটখালী বটতলা বিজিবি পোস্ট এলাকা থেকে মহাসিনকে আটকের পর তার কাছ থেকে ওই সোনারবারগুলো উদ্ধার করা হয়। আটক মহাসিন শার্শা উপজেলার গোগাকালিনি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন পুটখালী ক্যাম্পের সুবেদার হরেকৃষ্ণ জানিয়েছেন, তা‌দের কা‌ছে সংবাদ ছিল পুটখালী সীমান্ত দিয়ে এক যুবক বাইসাইকেল করে সোনা পাচার করবে। এসময়ে ওই যুবক পুটখালী বটতলা বিজিবি পোস্ট এলাকায় এলে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা টেপে মোড়ানো আটটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন প্রায় এক কেজি ৩০০ গ্রাম।


উদ্ধার করা সোনারবার বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে এবং পাচারকারী মহাসিনের নামে সোনা পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/এপ্রিল ২৪, ২০১৭)