চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে জব্বারের বলী খেলায় ১৩ বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কক্সবাজারের রামুর দিদার বলী।

 

মঙ্গলবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত জব্বারের বলীখেলার ১০৮তম আসরে সামসু বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন দিদার। প্রতিযোগী সামসু বলীর সাথে ১৬ মিনিট ৪৭ সেকেন্ড লড়াই করে তাকে পরাস্ত করেন দিদার।

 

গত বছর ১০৭তম আসরে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল টেকনাফের শামছু বলী ও রামু দিদার বলী। নির্ধারিত সময়ে কেউ কাউকে পরাজিত করতে না পায়ায় সেবার বিচারকরা সিলেকশনের মাধ্যমে শামছু বলীকে নতুন চ্যাম্পিয়ন ঘোষণা করেছিলেন।

তবে এবার সিলেকশন পদ্ধতিতে চ্যাম্পিয়ন করা হবে না বলে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। এছাড়া যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাতিল করা হয়েছে আগেই। তাই হাড্ডা-হাড্ডি লড়াই করে এবার চ্যাম্পিয়ন হয়েছে দিদার বলী।

চট্টগ্রামের লালদীঘি মাঠে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ উল হাসান, রবি আজিয়াটা লিমিটেডের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ।

বিকেল ৩টায় কুস্তি প্রতিযোগিতা শুরু হয়। এদিন প্রতিযোগিতায় অংশ নেয় অর্ধশত প্রতিযোগী।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপ্রিল ২৫, ২০১৭)