লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের সীমান্তের পৃথক স্থান থেকে কাঁটাতারের বেড়াকাটা যন্ত্রসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে তাদের আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে বিজিবি।

আটককৃতরা হলেন- সাদকেুল ইসলাম (২৪) পাটগ্রাম উপজেলার কাউয়ামারী গ্রামের ফজলুল করিমের ছেলে এবং শাহ আলম (২৫) একই উপজেলার স্টেশন পাড়া এলাকার সহিদার রহমানের ছেলে। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ওই দুই যুবক ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে অবৈধ পণ্য বাংলাদেশে আনা-নেওয়া করতো।

মঙ্গলবার তারা একই নিয়মে কাঁটাতারের বেড়া কাটতে গেলে বিজিবি তাদের আটক করে থানায় সোপর্দ করে।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, কাঁটাতারের বেড়াকাটার যন্ত্রসহ হাতীবান্ধায় ও পাটগ্রাম উপজেলা থেকে দুই যুবককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বুধবার (২৫ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এমএইচএ/এপ্রিল ২৫, ২০১৭)