দ্য রিপোর্ট প্রতিবেদক : তথ্য অধিকার আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য অনলাইন প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।

 

সচিবালয়ে মঙ্গলবার (২৫ এপ্রিল) ১৫ দিনের ২ ঘণ্টা ২২ মিনিটের অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। একই সঙ্গে প্রশিক্ষণের অফলাইন সংস্করণের মোড়ক উন্মোচন করেন তিনি।

 

প্রশিক্ষণ কোর্সটি তৈরি করেছে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। কোর্সটি পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি তথ্য কমিশনকে কারগরি সহায়তা দেবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে এমআরডিআই-এর নির্বাহী পরিচালক জানিয়েছেন, তথ্য কমিশনের ওয়েবসাইটের (www.infocom.gov.bd) মাধ্যমে প্রশিক্ষণটি পরিচালিত হবে। প্রশিক্ষণে অংশ নিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের ১৫ দিনের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে সম্পন্ন না হলে আবার লগইন করে প্রথম থেকে শুরু করতে হবে।

দেশের প্রায় ২৫ হাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ প্রশিক্ষণের আওতায় আসবেন। কোর্সটির ১০টি অধিবেশন থাকবে। প্রতিটি অধিবেশন শেষে একটি মূল্যায়ন প্রক্রিয়ায় অংশ নিতে হবে। পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য কমিশন থেকে সার্টিফিকেট পাবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ‘এটা ভাল উদ্যোগ, এটা আমরা অন্য জায়গায় সম্প্রসারিত করার চেষ্টা করব।’

তিনি আরো বলেছেন, ‘বুনিয়াদি প্রশিক্ষণের সাথে যুক্ত করা যায় কিনা, আবশ্যিক হিসেবে না থাকলে দেখা যেতে পারে। অপশনাল টপিক হিসেবে প্রশিক্ষণ প্রতিষ্ঠান যুক্ত করে দিতে পারে। অন্যান্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানও প্রশিক্ষণের অংশ হিসেবে অধিবেশন সেট করতে পারে।’

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান বলেছেন, ‘আমরা যে প্রযুক্তির দিকে ঝুঁকছি, প্রযুক্তি মনস্কতা-এটাকে এক্সটেনশন করারই একটি প্রয়াস এটি।’

তিনি আরো বলেছেন, ‘অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট বলবৎ থাকায় তথ্য দেওয়ার প্রবণতা আমরা খুব বেশি শেয়ার করতে চাই না। আমরা তথ্য ঢেকে রাখতে চাই কিংবা প্রকাশ করতে চাই না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, এটা সময়ের দাবি।’

অনুষ্ঠানে তথ্যসচিব মরতুজা আহমেদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও খুরশীদা বেগম সাঈদসহ দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেডটি/এপ্রিল ২৬, ২০১৭)