মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া বনের ভিতর দিয়ে প্রবেশ করা শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে চলন্ত সিএনজি অটোরিক্সার উপর একটি গাছ পড়ে ২ নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে লাউয়াছড়া বনের ভিতরে জানকিছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- শ্রীমঙ্গলের সন্ধানী পাড়ার কেয়া পাল ও সবুজবাগের সম্পা দেব।

লাউয়াছড়ার সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে লাউয়াছড়া বনের ভিতরে জানকিছড়া এলাকায় পাহাড়ের মাটি ধসে একটি মালাকানা গাছ ওই চলন্ত সিএনজির উপর পড়ে যায়। এ সময় সিএনজিটি রাস্তার পাশে নিচু অংশে উল্টে পড়ে যায়। এ সময় সিএনজির ভিতরে থাকা এক নারী ঘটনাস্থলেই মারা যায়।

পরে খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার স্টেশন কর্মীরা গুরুতর আহত অবস্থায় ৩ জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই আরও এক নারী মারা যায়।

তিনি আরও জানান, ঘটনার পর প্রায় আধা ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিলো। পরে বনকর্মীরা গাছ সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এমএইচএ/এপ্রিল ২৫, ২০১৭)