ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১
দ্য রিপোর্ট ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় পাপুয়া প্রদেশে মৌসুমি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন বলে সোমবার দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন এজেন্সির মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রোহো জানান, প্রাদেশিক রাজধানী জয়পুরার অন্তত তিনটি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে এখনো দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো জানান, শনিবার রাত থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে ৫০টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির কারণে রাজধানীর তিনটি নদীর পানি বেড়ে দুই কূল প্লাবিত হয়েছে।
সেনাসদস্য, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত উদ্ধারকর্মীরা নিখোঁজ দুইজনের খোঁজে অভিযান চালাচ্ছেন।
ইন্দোনেশিয়ায় প্রতিবছর লাগাতার মৌসুমি বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ১৭০০ দ্বীপ নিয়ে গঠিত এই দেশে কয়েক লাখ মানুষ পার্বত্য এলাকা ও নদী অববাহিকায় বাস করে। (সূত্র : এপি)
(দ্য রিপোর্ট/কেএন/এজেড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)