দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মা পুষ্পরানী দাস হত্যা ও শিশু মনিশা অপহরণ মামলার ঘটনায় লিটন কুমার সরকার ওরফে মৃত্যুঞ্জয় ওরফে দুর্জয় নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম।

গত মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে শাহজাহানপুর থানাধীন কমলাপুর রেলওয়ে এলাকার আবাসিক হোটেল সি ল্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের উপ-কমিশনার শেখ নাজমুল আলম। তিনি বলেন, গ্রেফতার লিটন কুমার সরকার তার সহযোগী শাহ আলমের সরবরাহ করা চাকু দিয়ে ভিকটিম পুষ্পরানী দাসকে খুন করে। খুনের পর শিশু মনিশাকে (১৮ মাস) প্রশান্ত কুমার দাস ও তার স্ত্রী পান্না দাস নামে দম্পতির কাছে হস্তান্তর করে। তিনি আরও বলেন, পরবর্তী সময়ে আসামি লিটন কুমার সরকারের দেওয়া তথ্যমতে, অপহৃত ভিকটিম মনিশাকে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন বড়লীদহ গ্রামের প্রশান্ত দাস ও তার স্ত্রী পান্নাদাসের হেফাজত থেকে উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/এম/এপ্রিল ২৬, ২০১৭)