চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলার শিবগঞ্জে হত্যা মামলার আসামি সোহেল রানা ওরফে ফেলুকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাগানটুলি গ্রামের সাইদুর রহমানের ছেলে।

ফেলু আওয়ামী লীগ নেতা ও শিবগঞ্জ উপজেলা বণিক সমিতির সভাপতি এনামুল হককে পুড়িয়ে মারা মামলার আসামি।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই হত্যা মামলায় গ্রেফতার করা দুই আসামির স্বীকারোক্তিতে ফেলুর সম্পৃক্ততা নিশ্চিত হয় পুলিশ। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

গত বছরের ৩০ ডিসেম্বর রাতে বিএনপি ক্যাডার সালাউদ্দীনকে র‌্যাব গ্রেফতার করলে তার সহযোগীরা এনামুল হকের দোকানে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে দোকানের ভেতরেই পুড়ে মারা যান তিনি। ওইদিন রাত পৌনে ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

(দ্য রিপোর্ট/এআরএন/ইইউ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)