ইস্টার্ন ক্যাবলসের দর বাড়ার কারণ নেই
দ্য রিপোর্ট প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে প্রকৌশল খাতের ইস্টার্ন ক্যাবলস কর্তৃপক্ষ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার শেয়ার দর বাড়ার কারণ সম্পর্কে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, উত্থান-পতন শেষে গত ১০ কার্যদিবসে ইস্টার্ন ক্যাবলসের শেয়ার দর বেড়েছে ১৩ টাকা বা ১২.৭৪ শতাংশ। আর সোমবারসহ গত তিন কার্যদিবসে এ শেয়ারের দর বেড়েছে ১৮ টাকা। সোমবার দুপুর ২টা পর্যন্ত ইস্টার্ন ক্যাবলসের শেয়ার সর্বশেষ ১২৩.৬০ টাকায় লেনদেন হয়েছে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এজেড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)