চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে টানা পঞ্চমবারের মত সবকয়টি পদে বিজয় অর্জন করেছে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল)। অন্যদিকে বারবারের মত সব কয়টি পদে চরম ভরাডুবি হয়েছে স্বাধীনতা, গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত শিক্ষক সমাজের (সাদা দল)।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভারনমেন্টাল সায়েন্সের প্রফেসর ড. মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সব কয়টি পদে হলুদ দলের প্রার্থীরা জয়লাভ করেছেন। এর আগে সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিরোতিহীনভাবে ভোটাররা ভোট প্রদান করেন। এবার মোট ৮৮৭ জন ভোটারের মধ্যে ৮২৬ জন ভোটার ভোট প্রদান করেছেন।

হলুদ দলের প্রার্থী সভাপতি পদে পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মিহির কুমার রায় ৩৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দল প্রার্থী সভাপতি পদে রসায়ন বিভাগের প্রফেসর ড. আবদুল মান্নান ২৬১ ভোট পেয়েছেন।

হলুদ দলের প্রার্থী সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন ৪২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দল প্রার্থী সাধারণ সম্পাদক পদে ইনস্টিটিউট অব মেরিন সাইন্স এন্ড ফিশারিজের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম ২১২ পেয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের হলুদ দলের অন্য বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুল হক (৪১৬ ভোট), কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হক (৪৫১ ভোট), যুগ্ম সম্পাদক পদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস (৩৪৫ ভোট), সদস্য পদে ফলিত পদার্থবিদ্যা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম (৩৭৯ ভোট), ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চের সহকারী অধ্যাপক মো. ইফতেখার আরিফ (৩৮৭ ভোট), ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুসাইন (৩৯৪ ভোট), রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. বখতিয়ার উদ্দিন (৩৮৬ ভোট), চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শায়লা শারমিন (৩৬৭ ভোট), মার্কেটিং বিভাগের প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া (৩৪৫ ভোট)।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/এপ্রিল ২৬, ২০১৭)