বৈশাখের গান নিয়ে শফিক
দ্য রিপোর্ট প্রতিবেদক : ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে ‘ভালোবাসার বসন্ত’। এবার কণ্ঠশিল্পী শফিক প্রস্তুতি নিচ্ছেন বৈশাখের জন্য।
‘মায়াবী আকাশ নীল’ দিয়ে গানের ভুবনে প্রবেশ করেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী শফিক। ২০১২ সালে তার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়। এ অ্যালবামে একটি গানে তার সহশিল্পী ছিলেন ন্যান্সি।
তারপর কিছুটা বিরতি দিয়ে ২০১৪ সালে দ্বিতীয় একক ‘ভালোবাসার বসন্ত’ প্রকাশ করেন। দেশের প্রথমসারির গীতিকারদের গীতি কবিতায় এ অ্যালবামে তার সঙ্গে ডুয়েট গেয়েছেন ন্যান্সি, নির্ঝর এবং খেয়া।
২০০৭ সালে থেকে গান নিয়ে স্বপ্ন দেখেন শফিক। সেই সময় ওস্তাদ প্রদীপ কুমার সাহার কাছ থেকে নিয়মিত গান শেখেন।
বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে তার চারটি মিউজিক ভিডিও। তরুণ কণ্ঠশিল্পী শফিক বলেন, ‘দেশের অডিও ইন্ডাস্ট্রির এই ক্রান্তিলগ্নে শুধু গানের প্রতি প্রেমের কারণেই নিয়মিত গান গাইছি। পাশাপাশি শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে চাই, যাতে শ্রোতারা সারাজীবন মনে রাখেন।
(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)