মিনুসহ ৩৬ বিএনপি নেতাকর্মীর জামিন নামঞ্জুর
রাজশাহী অফিস : পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু, মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ ৩৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন।
এর আগে, ২০ জানুয়ারি হাইকোর্ট বিভাগের যৌথ বেঞ্চের বিচারপতি এনায়েতুর রহিম ও মোহাম্মদ উল্লাহ তাদের এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদালতের আদেশে ওই মামলায় অন্য আসামিদের হয়রানি না করার জন্য রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়।
গত বছরের ২৬ ডিসেম্বর রাজশাহী মহানগরীর লোকনাথ স্কুল মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশভ্যানে বোমা হামলার ঘটনায় পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার মারা যান। ওই ঘটনায় আহত হন পুলিশের নয় সদস্য। ওই রাতেই বোয়ালিয়া মডেল থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
মামলায় রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. মোহাম্মদ জাহাঙ্গীরসহ ১৮ দলের তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএআর/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)