দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতিসংঘে অনুমোদিত টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (এসডিজি) পরিমাপের ৬৩টি সূচকের কোনো উপাত্ত নেই সরকারের হাতে। সরকারের কাছে বর্তমানে ৭০টি সূচকের উপাত্ত রয়েছে এবং ১০৮টি সূচকের উপাত্ত আংশিকভাবে পাওয়া যাচ্ছে।

বৃস্পতিবার (২৭ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে উপাত্ত ঘাটতি বিশ্লেষন’ শীর্ষক প্রকাশিত এক প্রতিবেদন প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এসডিজির ১৭টি বৈশ্বিক অভীষ্টের অধীনে ১৬৯টি লক্ষ্যমাত্রা অর্জনের কার্যক্রম পর্যবেক্ষণ করতে প্রয়োজন ২৩০টি সূচকের। সূচকের এই ঘাটতি পূরণে তথ্য সংগ্রহের তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া হাওরের উন্নয়নে সমন্বিত মাস্টার প্ল্যান ও ইজারা প্রথা বাতিল এবং ব্যাংকিং খাতে জনসম্পৃক্ততা বেড়ে যাওয়ার তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম বলেন, ‘এসডিজি সফলভাবে বাস্তবায়নের জন্য আমরা ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছি। এই উপাত্ত বিশ্লেষনের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদেও কী ধরনের উপাত্ত আছে এবং সূচকের বিপরীতে আরো কি ধরনের উপাত্ত প্রয়োজন।’

তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে উপাত্ত ঘাটতি বিশ্লেষণ প্রতিবেদনে দেখা গেছে, মোট উপাত্তের ২৯ ভাগ পাওয়া যাচ্ছে। ৪৫ ভাগ উপাত্তের আংশিক পাওয়া যাচ্ছে যা সংযোজন করা প্রয়োজন। বাকি ২৬ ভাগ উপাত্ত পাওয়া যাচ্ছে না।’

একই অনুষ্ঠানে ‘বাংলাদেশ পরিপ্রেক্ষিত, ব্যাংকিং অ্যাটলাস’ ও ‘হাওরাঞ্চলের পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন’ শীর্ষক আরও দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

‘বাংলাদেশ পরিপ্রেক্ষিত, ব্যাংকিং অ্যাটলাস’ প্রতিবেদনে দেখা গেছে, উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সুবিধা পাওয়ার ক্ষেত্রে পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে ২০১০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে। অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে ব্যাপক উন্নতির বার্তা বহন করে এই পরিস্থিতি।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাত্তন অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মামমুদ এবং ইউএনডিপির বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যামিনিস্ট্রেশন (আইবিএ) এর অধ্যাপক সৈয়দ মুনির খসরু, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হামিদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারন অর্থনীতি বিভাগের এর প্রধান এসএসআইপি প্রকল্প পরিচালক নকিব বিন মাহমুদ।

(দ্য রিপোর্ট/জেজে/এস/এআরই/এপ্রিল ২৭, ২০১৭)