রংপুর অফিস : জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, উপজেলা নির্বাচনে বিপর্যয়ের কারণ তৃণমূলে দল সংগঠিত নয়। এ কারণে নির্বাচনে বিপর্যয় হয়েছে।

রবিবার রাতে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, দলকে সংগঠিত করতে ইতোমধ্যে বেশ কিছু প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে, যা আগামী দিনে দেশের প্রতিটি জেলা, উপজেলায় ও তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাজাতে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামীতে যেন এ ধরনের বিপর্যয় না ঘটে সে জন্য সকল দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় রংপুর ও গঙ্গাচড়া উপজেলার জাতীয় পার্টির নেতারা পার্টি চেয়ারম্যান এরশাদকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সামসূল আলম, আব্দুর রাজ্জাক, গোলাম ফারুক, মোক্তার হোসেন, মামুনুর রশিদ ফুলু, মঞ্জুম মিয়া, আমসারুল ইসলাম, আলী মিলন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসভি/এসবি/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)