দ্য রিপোর্ট প্রতিবেদক : আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কমিশনের ৬০৩তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের আকার হবে ৫০ কোটি টাকা। এরমধ্যে উদ্যোক্তার অংশ ১০ কোটি টাকা। বাকি ৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সকল বিনিয়োগকারীদের জন্য। যা প্রতিটি ইউনিট ১০ টাকা দরে ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা হবে। নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার আওতায় এ ইউনিট বিক্রয় করা হবে।

এ বে-মেয়াদি ফান্ডটির উদ্যোক্তা আইডিএলসি ফাইন্যান্স। এতে সম্পদ ব্যবস্থাপক হিসেবে আইডিএলসি অ্যাসেট ম্যানেজম্যান্ট এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

(দ্য রিপোর্ট/আরএ/এপ্রিল ২৭, ২০১৭)