দ্য রিপোর্ট প্রতিবেদক : স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কমিশনের ৬০৩তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নন-কনভার্টঅ্যাবল ৭ বছর মেয়াদি বন্ডটি বাণিজ্যিক ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট হাউজ এবং যোগ্য বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন।

টায়ার ২ অনুযায়ি ক্যাপিটাল ভিত্তি শক্তিশালী করার জন্য স্ট্যান্ডার্ড ব্যাংকটি এ বন্ড ইস্যু করবে। এক্ষেত্রে প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ডটির ম্যান্ডেটেড লীড অ্যারেঞ্জার হিসেবে আইডিএলসি ফাইন্যান্স এবং ট্রাস্টি হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট।

(দ্য রিপোর্ট/আরএ/এপ্রিল ২৭, ২০১৭)