দ্য রিপোর্ট প্রতিবেদক: সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব ১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে গেল ১৯ এপ্রিল চীন সফরে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। সেখানে অনেকটা সফল প্রস্তুতি শেষে বৃহস্পতিবার(২৭ এপ্রিল) বিকেলে দেশে ফিরেছে তারা।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল(বুধবার) শেষ ম্যাচে জয় দিয়ে সফর শেষ করে কৃষ্ণারা। শেষ ম্যাচে দেশটির অনূর্ধ্ব-১৪ দলকে তারা হারিয়েছিল ৩-১ গোলে। শেষ ম্যাচে জয়ের সুবাদে সফরে মোট ৫টি ম্যাচের মধ্যে ৩টি জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে স্বাগতিক অনুর্ধ ১৪ দলের বিপক্ষে ৩টি ম্যাচের একটিতে জয়, একটিতে হার ছাড়াও একটিতে রয়েছে ড্র। এছাড়া অন্য দুই জয় এসেছে সানজি প্রদেশের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে।

(দ্য রিপোর্ট/এজে/এপ্রিল ২৭, ২০১৭)