দ্য রিপোর্ট ডেস্ক : সুন্দরী হওয়াও অপরাধের?‌ অন্তত তেমনটাই বলা যায় কাম্বোডিয়ার অভিনেত্রী ডেনি কোয়ানর সম্পর্কে। মাত্রাতিরিক্ত যৌন আবেদনময়ী হওয়ায় ডেনিকে এক বছরের জন্য নিষিদ্ধ করল সে দেশের সংস্কৃতি মন্ত্রক।

২৪ বছর বয়সী ডেনি কাম্বোডিয়ার জনপ্রিয় অভিনেত্রী। বেশ কয়েকটি সুপারহিট ছবিতে অভিনয়ও করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় তিনি।

ফেসবুকে তাকে ‘‌ফলো’‌ করেন তিন লক্ষের বেশি মানুষ। প্রায় রোজই ফেসবুকে উষ্ণ সাজপোশাকে ছবি পোস্ট করেন তিনি। তার জেরেই নড়েচড়ে বসেছে কাম্বোডিয়ার সংস্কৃতি মন্ত্রক।

বলা হয়েছে, আগামী ১২ মাস কোনও শুটিংয়ে যোগদান করতে পারবেন না তিনি।

ক্ষুব্ধ ডেনি বলেছেন, ‘‌এটা সরাসরি স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ। আমার চেয়েও যৌন উত্তেজক দৃশ্যে অভিনয় করেন আরও কিছু অভিনেত্রী। তাদের তো শাস্তি দেওয়া হচ্ছে না। আমাকে খাটো করতে, আমার কেরিয়ারে ছেদ টানতেই আমার বিরোধীরা উঠেপড়ে লেগেছে। এই শাস্তি উদ্দেশ্যপ্রণোদিত এবং অভিসন্ধিমূলক।’‌

মন্ত্রকের অবশ্য দাবি, ‘দেশে সুস্থ পরিবেশ বজায় রাখতে এই পদক্ষেপ করা হয়েছে। পিতা যেমনভাবে সন্তানের মঙ্গলের জন্য মাঝে মাঝে রাশ টেনে ধরেন, আমরাও সেভাবেই ডেনিকে বোঝানোর চেষ্টা করছি।’‌

সেটা মানতে নারাজ ডেনি। তিনি বলছেন, ‘‌আমি কেমন পোশাক পরব, সেটা সম্পূর্ণভাবে আমার সিদ্ধান্ত। আমি কখনও অশ্লীল পোশাক পরি না। আর শ্লীলতা বা অশ্লীলতার পরীক্ষা কেন একজন মহিলাকেই সব সময় দিতে হবে?‌’‌

ডেনির বক্তব্যের সঙ্গে সহমত সেই দেশের নারীবাদী সংস্থাগুলি। কাম্বোডিয়ার নারীবাদী আন্দোলনের নেত্রী রোজ সোফিয়াপ বলেছেন, ‘‌সরকার মৌলবাদীদের মতো আচরণ করছে। লিঙ্গবৈষম্যকে উৎসাহ দেওয়া হচ্ছে।’‌‌‌

(দ্য রিপোর্ট/এফএস/এনআই/এপ্রিল ২৭, ২০১৭)