যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু
দ্য রিপোর্ট ডেস্ক : দুই কোরিয়ার বিরল পারিবারিক পুনর্মিলনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে।
আগামী ১৮ এপ্রিল পর্যন্ত এই বার্ষিক সামরিক মহড়া চলবে বলে জানা গেছে। কি রিসলভ ও ফোয়াল ঈগল নামে এই মহড়া স্থল, আকাশ ও নৌপথে অনুষ্ঠিত হবে।
এদিকে উত্তর কোরিয়া এই যৌথ মহড়ার বিরোধিতা করেছে। এর আগে যৌথ মহড়া শুরু হলে পারিবারিক পুনর্মিলন বাতিলের হুমকিও দিয়েছিল পিয়ংইয়ং।
এই যৌথ সামরিক মহড়ায় সাড়ে ১২ হাজার মার্কিন সেনা অংশ নেবে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এই বার্ষিক মহড়াকে প্রতিরক্ষামূলক বললেও পিয়ংইয়ং একে ‘যুদ্ধের প্রস্তুতি’ বলছে।
গত বছরও এই বার্ষিক যৌথ সামরিক মহড়া দিয়ে তিন দেশের মধ্যে দীর্ঘ উত্তেজনা সৃষ্টি হয়েছিল। উত্তর কোরিয়া তখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় পরমাণু হামলার হুমকি দিয়েছিল। সূত্র : বিবিসি।
(দ্য রিপোর্ট/কেএন/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)