দ্য রিপোর্ট প্রতিবেদক : বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হয়েছে ডাবর ভ্যাটিকা ক্যাম্পাস স্টার এর সিলেকশন রাউন্ড। এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন মডেল ও অভিনেত্রী মেহজাবিন। অনুষ্ঠানে মেহজাবিন প্রতিযোগীদের নানা পারফর্মেন্সে মন্তব্য করেছেন, উৎসাহ ও পরামর্শ দিয়েছেন।

দেশের ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এ সিলেশন রাউন্ড। ১৫টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীরা শুধুমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। একই সাথে নাচ, গান এবং অভিনয়ে পারদর্শী ছাত্রীদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচিত করা হবে।

বিজয়ী নারী ‘ক্যাম্পাস স্টার’ হিসেবে পাবেন নগদ এক লাখ টাকা এবং ভাটিকা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ। ১ম ও ২য় রানারআপ যথাক্রমে আরটিভির সংবাদ পাঠিকা এবং একটি এফএম রেডিও স্টেশনে আরজে হিসেবে কাজ করতে পারবেন।

এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন সংগীতশিল্পী কণা, অভিনেতা সজল এবং অভিনেত্রী নিপুণ। সাফা কবিরের উপস্থাপনায় ও সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হচ্ছে আরটিভিতে প্রতি শুক্র ও শনিবার রাত ৭টা ৩৫ মিনিটে।

(দ্য রিপোর্ট/পিএস/এম/এনআই/এপ্রিল ২৮, ২০১৭)