নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে কৃষি জমির মধ্যে থেকে জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাড়িকুশি ইন্দ্রাপাড়ার একটি জমি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত জসিম উদ্দিন উপজেলার দাড়িকুশি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জনান, নুরুল ইসলামের ছেলে স্থানীয়ভাবে পিয়াজ, রসুনের ব্যবসা করতো। বেশ কিছুদিন ধরে তার ব্যবসায় লোকসান চলছিল। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি জসিম।

পরিবার সূত্রে জানা যায়, এমন ভাবে কাউকে কিছু না বলে জসিম মাঝে মধ্যেই রাতে বাড়িতে ফিরত না। তাই বরাবরের বমত এবারো বাড়ির সদস্যরা মনে করে ব্যবসার জন্য জসিম কোথাও গিয়েছে সে কারণে হয়তো জসিম বাড়িতে ফিরেনি। তাই জসিম বাড়িতে না ফেরাই বাড়ির সদস্যরা কোন খোঁজ-খবর নেন নি।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন সাহা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দাড়িকুশি ইন্দ্রাপাড়ার একটি জমিতে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে এটা হত্যা না আত্মহত্যা তার সঠিক কোন কারণ জানাতে পারেনি পুলিশ। তবে পরিবারের সদস্যরা বলছে জসিম উদ্দিন ব্যবসায় লোকসানের কারণে আত্মহত্যা করেছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপ্রিল ২৮, ২০১৭)