এমপি বদির বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি
দ্য রিপোর্ট প্রতিবেদক : কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার কমিশন বদির বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দিয়েছে। সোমবার তার বরাবর এ নোটিশ করা হয়েছে। দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা উপ-পরিচালক আহসান আলী দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, প্রায় এক মাস অনুসন্ধানের পর দুদকের উপ-পরিচালক আহসান আলী বদির অনুসন্ধান প্রতিবেদন কমিশনে দাখিল করেন। অনুসন্ধান প্রতিবেদনে বদির অস্বাভাবিক সম্পদের সঠিক হিসাব জানতে তার বরাবর সম্পদ বিবরণীর নোটিশ জারির সুপারিশ করেন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১২ জানুয়ারি কমিশনের নিয়মিত বৈঠকে এমপি বদিসহ সাতজনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। পরবর্তী সময়ে ২১ জানুয়ারি বদির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন কর্মকর্তা নিযুক্ত করা হয়।
(দ্য রিপোর্ট/এইচবিএস/এমসি/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)