মৌলভীবাজার প্রতিনিধি : এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকির পানি পরীক্ষা-নীরিক্ষা করতে এখন সেখানে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল। প্রাথমিক পরীক্ষা-নীরিক্ষা শেষে বিশেষজ্ঞ দল জানিয়েছে হাকালুকির পানিতে এখন অক্সিজেনের অবস্থা স্বভাবিক আছে। সঙ্গে কমে গেছে অ্যামোনিয়ার প্রভাবও।

শুক্রবার(২৮ এপ্রিল) কুলাউড়া উপজেলার ভূকশিমইল এলাকায় প্রাথমিক পরীক্ষা চালায় ঢাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের নেতৃত্বে ৫ সদস্যের বিশেষজ্ঞ দল।

হাওড়ের পানির বিভিন্ন ধরনের পরীক্ষা শেষে বিশেষজ্ঞ দলের প্রধান ড. মনিরুজ্জামান খন্দকার সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমানে পানির অবস্থা ভালো আছে। স্বাভাবিক হয়েছে হাকালুকির পরিবেশ। তবে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে ঢাকায় গিয়ে ল্যাবে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত অবস্থা জানা যাবে।

(দ্য রিপোর্ট/এজে/এপ্রিল ২৮, ২০১৭)