দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে জোনাকী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় জসিম উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন ফেনী জেলার বাসিন্দা।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, সকালে জোনাকী সিনেমা হলের সামনে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী হিমাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তার স্ত্রী কহিনূর বেগম হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, তারা বর্তমানে নয়াপল্টন মসজিদ গলির ১৩নং বাসায় ভাড়া থাকেন।

তিনি আরও জানান, তিনি বাসায় রান্না করেন এবং তার স্বামী জসিম বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার সাপ্লাই করতেন। এবং টিটিপাড়ায় তাদের দুটি চায়ের দোকান আছে। সকালে বাসা থেকে কাজে বের হন। পরে শুনতে পারি, তিনি বাসের ধাক্কায় আহত হয়েছেন।

এসআই ওয়াহিদুজ্জামান জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/এম/এনআই/এপ্রিল ২৯, ২০১৭)