দ্য রিপোর্ট ডেস্ক : ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে জরিমানা করেছে দেশটির ফুটবল ফেডারেশন লিগ ডি ফুটবল প্রোফেশনাল (এলএফপি)। ১ লাখ ইউরো জরিমানা করা হয়েছে ক্লাবটিকে। এছাড়া ভবিষ্যতে ক্লাব সমর্থকদের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে এলএফপি।

চলতি মাসের শুরুতে মোনাকোর বিপক্ষে ম্যাচে কাপ ডি লা লিগার ফাইনালে পার্ক ওএল এয়য়ারলিয়ারে স্টেডিয়ামে ক্ষতিগ্রস্ত করে পিএসজি সমর্থকরা। মাঠের বসার আসন, শৌচাগার ও দেওয়াল নষ্ট করে সমর্থকরা। ম্যাচটিতে পিএসজি ৪-১ গোলে জিতেছিল।

ফলে পিএসজিকে ১ লাখ ইউরো জরিমানা করার পাশাপাশি জানিয়ে দেওয়া হয় ভবিষ্যতে এমন কাজের পুনরাবৃত্তি হলে ঘরের মাঠে সমর্থকদের দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করার কথা।

তবে এই শাস্তিতে নাখোশ হয়েছে পিএসজি। তারা এক বিবৃতিতে পুরো ব্যাপারটি নিয়ে দু:খ প্রকাশ করেছে। আর এটাও জানিয়েছে যে এত জরিমানা করাটা ঠিক হয়নি ক্লাব কর্তৃপক্ষের।

(দ্য রিপোর্ট/এনপিএস/এপ্রিল ২৯, ২০১৭)