দ্য রিপোর্ট ডেস্ক : প্রথম দিনেই প্রত্যাশা ছাড়িয়ে গেছে বাহুবলী ২। পরিচালক রাজামৌলিও হয়তো বুঝে উঠতে পারেননি যে, প্রথম দিনেই বক্স অফিসে ১০০ কোটির রেকর্ড ছাড়িয়ে যাবে। এক কথায় প্রথম দিনেই বক্স অফিসে ইতিহাস তৈরি করল বাহুবলী।

ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ টুইট করে জানিয়েছেন, বাহুবলীরও রেকর্ড ভেঙে দিয়েছে বাহুবলী ২। এমনকী এ যাবত বক্স অফিসে যত হিট সিনেমা রয়েছে সবগুলোর বক্স অফিস কালেকশন একেবারে পিছনে ফেলে দিয়েছে প্রথম দিনেই।

কোনও রকম উৎসবের ছুটি না থাকার পরেও বাহুবলী ২ যেভাবে বক্স অফিসে রোজগার করেছে তা সত্যিই ইতিহাস তৈরি করেছে। সব থেকে বেশি ব্যবসা করেছে অন্ধ্র প্রদেশে। সবচেয়ে কম ব্যবসা হয়েছে তামিলনাড়ুতে।

রজনীকান্তে সিনেমায় যেভাবে পোস্টারে মালা পরিয়ে পূজা করতে দেখা যায়। রিলিজের আগে হায়দরাবাদ এবং অন্ধ্র প্রদেশের একাধিক জায়গায় সেই হুজুগ দেখা গিয়েছে।

প্রভাসের ছবিতে মালা পরিয়ে, পুজো করেছেন ভক্তরা। প্রথম শো দেখার জন্য অনেকে তো অফিসে ছুটিই নিয়ে ফেলেছিলেন।

হায়দরাবাদ শহরেই সিনেমা হলের সামনে ৩ কিলোমিটার লম্বা লাইন দেখা গিয়েছে। ২০০০ টাকাতেও বিক্রি হয়েছে বহুবলী ২ এর টিকিট।

দর্শকদের মান রেখেছেন রাজামৌলি। টান টান উত্তেজনায় শেষ দৃশ্য পর্যন্ত চোখ আটকে রাখতে সক্ষম হয়েছেন তিনি। বাহুবলির হত্যা যে রানীমাই করিয়েছেন রাজামৌলির এই চমকে অভিভুত দর্শকরা।

(দ্য রিপোর্ট/এফএস/এপ্রিল ২৯, ২০১৭)