দ্য রিপোর্ট প্রতিবেদক :  জাতীয় হকি গোল্ডকাপের আসরে নড়াইল জেলা দলের জালে গোল উৎসব করেছে নৌবাহিনী হকি দল। শনিবার(২৯ এপ্রিল) দিনের প্রথম ম্যাচে দলটি জয় তুলেছে ৪৩-০ গোলের বড় ব্যবধানে।

এই ম্যাচেই ঘটেছে অবিশ্বাষ্যরকম এক ঘটনা। নৌবাহিনী দলের ১১ জন খেলোয়াড়ের মধ্যে গোল পেয়েছেন ১০ জন। অর্থাৎ শুধু গোলরক্ষক ছাড়া গোল করেছেন সবাই। এর মধ্যে একজনের এক গোল ছাড়া বাকিরা সবাই পেয়েছেন হ্যাটট্রিক গোল। আর সর্বোচ্চ ৯টি গোল পেয়েছেন এই দলের দ্বীন ইসলাম ইমন।

এছাড়া নৌবাহিনী দলের কৃষ্ণ কুমার হ্যাটট্রিকসহ করেছেন ৭ গোল, ফজলে হোসেন রাব্বি ও রিমন কুমার ঘোষ হ্যাটট্রিকসহ করেছেন ৫ গোল, রোমান সরকার হ্যাটট্রিকসহ করেছেন ৪ গোল। অন্যদিকে, ইমরান হাসান পিন্টু, মামুনুর রহমান চয়ন, আশরাফুল ইসলাম, কামরুজ্জামান রানা প্রত্যেকেই করেছেন হ্যাটট্রিক ৩ গোল। আর একমাত্র গোলটি করেছেন রাসেল মাহমুদ জিমি।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে পটুয়াখালি ২-১ গোলে হারিয়েছে রাজশাহীকে। তৃতীয় ম্যাচে গাজীপুর জেলা ৬-১ গোলে হারিয়েছে মেহেরপুর জেলাকে। আর চতুর্থ ম্যাচে বিমান বাহিনী ২৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা জেলাকে।

(দ্য রিপোর্ট/এজে/এপ্রিল ২৯, ২০১৭)