দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরা ৪নং সেক্টরের বটতলা ঈদগা মাঠ সংলগ্ন ময়লার স্তূপ থেকে অজ্ঞাত একদিনের এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে পুলিশ।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ময়লার স্তূপ থেকে প্রিন্টের কাপড় দ্বারা পেচানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, মৃত নবজাতকের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে কেউ তাকে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে

(দ্য রিপোর্ট/আরএস/এমএইচএ/এপ্রিল ২৯, ২০১৭)