দ্য রিপোর্ট প্রতিবেদক : বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত জয়িতার গানের সিডি 'কত মধুসমীরে'র মোড়োক উন্মোচন অনুষ্ঠান আগামী ২ মে (মঙ্গলবার) ছায়ানট ভবনে অনুষ্ঠিত হবে। মোড়ক উন্মোচন করবেন ড. সনজীদা খাতুন। অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী মিতা হক'সহ অনেকেই উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শিল্পী জয়িতা। 

‘কত মধুসমীরে’ অ্যালবামে গান রয়েছে ৮টি। এগুলোর যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন পার্থ পাল। গানগুলো হলো- ‘মোরে বারে বারে ফিরালে’, ‘চরণ ধ্বনি শুনিতব’, ‌‘প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন’, ‘সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীন প্রাণ’, ‘হৃদয় বাসনা পূর্ণ হলো আজি মম পূর্ণ হলো’, ‌‘আমার মন’, ‌‘বাজে বাজে রম্য বীণা বাজে’ ও ‌‌‘খেলার সাথি’।

‘কত মধুসমীরে’ জয়িতার চতুর্থ একক অ্যালবাম। এটি ২০১৬ সালে বাজারে আসে। এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশন।

(দ্য রিপোর্ট/পিএস/এপ্রিল ৩০, ২০১৭)