দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক ৯ মাসের (জুলাই ১৬-মার্চ ১৭) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৪.৫২ টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১.৯৫ টাকা বা ৭৬ শতাংশ বেশি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় কোম্পানির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৮৯ টাকা। আর চলতি বছরের ৩১ মার্চ সাইফ পাওয়ারটেকের শেয়ারপ্রতি নীট সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ২২.৪১ টাকায়।

আগের বছরের ৯ মাসে (জুলাই ১৫-মার্চ ১৬) কোম্পানিটির ইপিএস হয়েছিল ২.৫৭ টাকা।

২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির ২৩২ কোটি ৫৯ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। একইসঙ্গে ৫৪ কোটি ৪৯ লাখ টাকার রিজার্ভ রয়েছে।

উল্লেখ্য শনিবার (২৯ এপ্রিল) সাইফ পাওয়ারটেকের শেয়ার দর ছিল ৪২.১০ টাকা।

(দ্য রিপোর্ট/আরএ/এপ্রিল ৩০, ২০১৭)