দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওরাঞ্চলে বাঁধ নির্মাণে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (৩০ এপ্রিল) সুনামগঞ্জের শাল্লায় সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী সমাবেশে বক্তব্য রাখছেন।

তিনি বলেন, হাওরাঞ্চলে ভিজিএফ কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে। এছাড়া সেখানে ভবিষ্যতে আবাসিক স্কুল প্রতিষ্ঠা করা হবে।

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল পরিদর্শন এবং কৃষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সুনামগঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী। উপজেলা সদরের শাহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত হেলিপ্যাডে রবিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।

(দ্য রিপোর্ট/এআরই/এস/এপ্রিল ৩০, ২০১৭)