দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা সোয়া ৩ লাখ টাকা করার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)। মানুষের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় এ সীমা বাড়ানোর প্রস্তাব করেছে সংগঠনটি।

রবিবার (৩০ এপ্রিল) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৩৮তম সভায় এ দাবি জানায় সংগঠনটি। এনবিআর ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) এ সভার আয়োজন করে। এতে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান সভাপতিত্ব করেন।

তিনি বলেন, ‘ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা বর্তমানে ২ লাখ ৫০ হাজার টাকা। মানুষের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় তা বৃদ্ধি করে ৩ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।’

তিনি আরও বলেন, ‘আয়কর বা প্রত্যক্ষ কর সামাজিক ন্যয়বিচার নিশ্চিত করে। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মোট করের বেশিরভাগ প্রত্যক্ষ কর থেকে আদায় করে থাকে। বাংলাদেশে প্রত্যক্ষ ও পরোক্ষ করের অনুপাত দক্ষিন এশিয়ার অনেক দেশের তুলনায় কম। মোট রাজস্ব আহরণে প্রত্যক্ষ করের অবদান মালয়েশিয়ায় ৭৫ শতাংশ, পাকিস্তানে ৩৭ শতাংশ, ভারত ৫৬ শতাংশ সেখানে বাংলাদেশ ৩০ শতাংশ।’

মাতলুব বলেন, ‘এ বছর ই-টিআইএনধারীর সংখ্যা ২৮ লাখ অতিক্রম করেছে। এদেরকে আয়কর রিটার্ন দাখিলের আওতায় এনে আয়কর খাত থেকে রাজস্ব বৃদ্ধিও প্রস্তাব করেছে। এতে ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধি পাবে।’

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘বাজেট কার্যক্রমে এফবিসিসিআই এর প্রস্তাব গুরুত্ত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

(দ্য রিপোর্ট/জেজে/এস/এআরই/এপ্রিল ৩০, ২০১৭)