দ্য রিপোর্ট প্রতিবেদক : অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাম পরিবর্তন করে ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (Financial Institutions Division)’ নামকরণ করা হয়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২৫ এপ্রিল নাম পরিবর্তন করে আদেশ জারি করা হয়েছে। 

রুলস অব বিজনেসে দেওয়া ক্ষমতাবলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিভাগের নাম পরিবর্তন করেছেন বলে আদেশে জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, পুঁজিবাজার ও ক্ষুদ্রঋণ সবই আছে। কিন্তু বিভাগের নামে পুরো বিষয়টির প্রতিফলন নেই। এজন্য সব কাজের প্রতিনিধিত্বশীল বিভাগের নতুন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/আরএমএম/এআরই/এপ্রিল ৩০, ২০১৭)