যুবদল ও ছাত্রদলের ১১ নেতাকর্মী কারাগারে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ছাত্রদলকর্মী দেলোয়ার হোসেন হত্যা মামলায় হাজিরা দিতে গেলে জেলা যুবদল সভাপতি আমির ও ছাত্রদল সভাপতি আবুসহ ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিক আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে সোমবার দুপুরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটকরা হলেন- কুমিল্লা জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সারসহ জেলা যুবদল ও ছাত্রদলের ১১ নেতাকর্মী।
আদালত সূত্র জানায়, গত ২৬ নভেম্বর সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরীর মনোহরপুর এলাকায় ১৮ দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ ও জোটের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেলোয়ার হোসেন (২৫) নামে এক ছাত্রদলকর্মী নিহত হয়।
ওই ঘটনার পর দিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
(দ্য রিপোর্ট/জেপি/ইইউ/এমএআর/এএইচ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)