চট্টগ্রাম অফিস : আন্তর্জাতিক শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতি মে দিবস উপলক্ষে বৃহত্তর চট্টগ্রামের সকল রুটে যাত্রিবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।

শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখা আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (৩০ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে ১ মে সড়ক পরিবহন শ্রমিকেরা ছুটি ভোগ করবে। এছাড়া বৃহত্তর চট্টগ্রামে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে। সোমবার (০১ মে) বিকেল ৩ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সড়ক পরিবহন শ্রমিক সমাবেশে অংশ নিবে। এ সমাবেশ শেষে বর্ণাঢ্য লাল পতাকা মিছিল চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হবে।

এদিকে এই কর্মসূচি সফল করতে নগরীর বিআরটিসি কার্যালয়ে শ্রমিক ফেডারেশনের এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় শনিবার (২৯ এপ্রিল) রাতে।

মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বৃহত্তর চট্টগ্রামের ফেডারেশনভুক্ত সকল বেসিক ইউনিয়নের শ্রমিকদের যাত্রিবাহী ও পণ্যবাহী সকল গাড়ি চলাচল বন্ধ রেখে যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

এ সময় সভায় বক্তব্য রাখেন, ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহমেদ, মে দিবস উদযাপন কমিটির সদস্য সচিব হাজী আবদুস ছবুর, বোরহানুল হক, হারুনুর রশিদ, জাফর, ইউসুফ, হারুন, আবদুল গফুর, নজরুল ইসলাম, ইয়াছিন, নুরুল ইসলাম, হাসান, দৌলত মিয়া, আব্দুর রহিম প্রমুখ।

(দ্য রিপোর্ট/একেএ/কেএনইউ/এপ্রিল ৩০, ২০১৭)