দ্য রিপোর্ট ডেস্ক : এই গরমে ব্রণের সমস্যায় ভুগতে হয় বেশি। বিশেষ করে যাদের বাইরে বের হতে হয়। গরমে ধুলাবালি বেশি ওড়ে এ কারণেই ব্রণের সমস্যা দেখা দেয়।

ব্রণের কারণে মুখে দাগ পড়ে যায়। এ কারণে দেখতে খারাপ দেখায়। আপনিও কি এই সমস্যায় ভুগছেন?

আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে লেবু। লেবু দিয়ে সহজেই ব্রণ ও ব্রণর দাগ দূর করতে পারেন আপনি -

১. সামান্য লেবুর রস তুলোয় করে ব্রণের উপর লাগিয়ে রাখুন। মিনিট ১০ অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এটা করলে আশানুরূপ ফল পাবেন।

২. লেবুর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে ব্রণেয় জায়গায় লাগান। মিশ্রণটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩. ডিমের সাদা অংশ নিয়ে তাতে সামান্য লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। সেই মিশ্রণটি ব্রণের উপর ৩ বার, ৫ মিনিট অন্তর লাগাতে হবে। মিশ্রণটি শুকিয়ে গেলে হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।

৪. একটি পাত্রে সামান্য ছোলাগুঁড়ো ও লেবুর রস মেশান। ঘন মিশ্রণটি মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করুন। মিশ্রণটি শুকিয়ে গেলে ঈষদুষ্ণ পানিতে মুখ পরিষ্কার করে নিন। সপ্তাহে একবার এর ব্যবহারে ভালো ফল পাবেন।

৫. একটি পাত্রে সামান্য লেবুর রস ও দই একসঙ্গে মিশিয়ে নিন। মুখের যে অংশে ব্রণর প্রবণতা রয়েছে, সেখানে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। প্রত্যেকদিন এর ব্যবহারে মুখের ব্রণ ও ব্রণের দাগ দূর হবে।

(দ্য রিপোর্ট/এফএস/এনআই/এপ্রিল ৩০, ২০১৭)