দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দেশটির অন্তর্বর্তী সরকারের মন্ত্রী আরসেন অ্যাভাকভ জানিয়েছেন।

আরসেন অ্যাভাকভ তার ফেসবুকে জানান, ভিক্টর ইয়ানুকোভিচ ও অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে ‘শান্তিপূর্ণ নাগরিকদের ওপর গণহত্যা চালানোর’ অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

তবে অভিযুক্ত অন্য কর্মকর্তাদের নাম জানানো হয়নি।

গত বছর নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে একটি অর্থনৈতিক সহায়তা চুক্তির পর থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। সরকারবিরোধী আন্দোলনে গত সপ্তাহেও বেশ কয়েকজন নিহত হন। এ ঘটনার পর গত শনিবার থেকে ‘নিখোঁজ’ রয়েছেন ভিক্টর ইয়ানুকোভিচ।

এসব আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশটির সংসদ সদস্যরা প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ এবং আগামী ২৫ মের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে ইউক্রেনের সংসদে একটি বিল পাস করে। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/কেএন/এএইচ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)