চাঁদপুর প্রতিনিধি : ঘড়ি, মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের মামলায় চাঁদপুরের আদালতে হাজিরা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার ভূমিকের আদালতে হাজিরা দিয়ে জামিন নেন।

শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে ১ মার্চ ২০০৪ নিজ নির্বাচনী এলাকায় যাত্রীবাহী ‘ঈগল’ বাস থামিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের ঘড়ি, মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে কুচয়া থানায় মামলা হয় ২০১০-এ। এ মামলায় মিলন দেড় বছর জেলহাজতে ছিলেন।

মিলনের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, সাবেক প্রতিমন্ত্রী মিলনসহ বিএনপির ৫৩ নেতাকর্মীকে আসামি করে কচুয়া থানায় মামলা করেন আওয়ামী লীগ কর্মী করইশ গ্রামের ফুয়াদ হাসান। ওই মামলা তদন্ত শেষে পুলিশ ঘড়ি ও মোবাইল ছিনতাইয়ের দায়ে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।

(দ্য রিপোর্ট/এমবি/এফএস/এএস/এএইচ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)