দ্য রিপোর্ট ডেস্ক : ইসরায়েলের একটি কারাগারে পুলিশের বিশেষ বাহিনীর গুলিতে রবিবার যুক্তরাষ্ট্রের খুনের আসামি স্যামুয়েল সেইনবেইন নিহত হয়েছেন।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, কারাগার পরিবর্তনের জন্য নিয়ে যাওয়ার সময় সেইনবেইন তিনজন নিরাপত্তাকর্মীকে গুলি করে।

এরপর তিনি একটি কক্ষে ঢুকে দরজা আটকে দেয়। পুলিশের বিশেষ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। ঘণ্টাখানেক পর সেইনবেইন দরজা খুলে পুলিশকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সেইনবেইন। কিন্তু সেইনবেইন আগ্নেয়াস্ত্র কোথায় পেয়েছিলেন তা জানতে পারেনি পুলিশ।

১৯৯৭ সালে মেরিল্যান্ডে আলফ্রেডো এনরিক তেলোকে খুনের পরপরই ইসরায়েলে পালিয়ে গিয়েছিল সেইনবেইন।

এনরিক তেলোকে খুনের অভিযোগে সেইনবেইনের ২৪ বছরের কারাদণ্ড দিয়েছিল ইসরায়েলের একটি আদালত। মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি এড়াতে যুক্তরাষ্ট্র ফেরত চাইলেও ইসরায়েল ফেরত দেয়নি এই সেইনবেইনকে।

এমনকি তাকে আশ্রয় দিতে ইসরায়েল ‍অন্য দেশের আসামিকে হস্তান্তরের জন্যে দেশটিতে বিদ্যমান আইনেরও পরিবর্তন এনেছিল। এ কারণে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

ইসরায়েলে কখন বসবাস না করলেও সেইনবেইন নিজেকে ইসরায়েলের নাগরিক বলে দাবি করতেন। কারণ ১৯৪৪ সালে তার বাবা ইসরায়েলে জন্মগ্রহণ করেছিল। তবে ইসরায়েল তখন ব্রিটিশ শাসিত ফিলিস্তিন ছিল। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/আরজে/ এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)