চট্টগ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় নারীর লাশ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাজেদা খাতুন (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ইপিজেড থানার কাজীর গলি এলাকার বাচ্চু মিয়ার ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত সাজেদা খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার উল্টাছড়ি গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। আব্দুল মজিদ পেশায় ট্রাক চালক।
এলাকাবাসীর ধারণা, সাজেদা খাতুনকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী জানায়, গলায় ফাঁস লাগানো থাকলেও সাজেদার পা দুটি মাটির সাথে লাগানো ছিল এবং ঘরের বাঁশের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো ছিল।
প্রতিবেশীরা আরও জানায়, দুপুর ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে সাজেদা খাতুনের ঝগড়া হয়। ঘর ভাড়া পরিশোধ করার কথা ছিল মঙ্গলবার। এ নিয়েই মূলত স্বামীর সাথে ঝগড়া হয়েছে সাজেদার। এরপর বেড়ার দরজা টেনে দিয়ে স্বামী চলে গেলে একঘণ্টা পর বাড়ির মালিকের স্ত্রী গিয়ে সাজেদাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
ইপিজেড থানার ওসি (তদন্ত) জাবেদ মাহমুদ জানায়, বেলা আড়াইটার দিকে কাজির গলি এলাকা থেকে থানায় একটি আত্মহত্যার খবর আসলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার স্বামীকে পাওয়া যায়নি। সে তার মোবাইল ফোন বন্ধ রেখেছে। এ ব্যাপারে প্রাথমিক পর্যায়ে জিডি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/মে ০২, ২০১৭)