ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কিত্তিনগর গ্রামে খালার বাড়ি বেড়াতে এসে দুই বোন ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের দায়ে তিনজনকে আসামি করে সোমবার দুপুরে শৈলকূপা থানায় মামলা করা হয়েছে।

আসামিরা হলেন-কৃত্তিনগর গ্রামের হোসেন মণ্ডলের ছেলে আরিফ হোসেন, আনসার মণ্ডলের ছেলে রাজিব মণ্ডল ও কৃঞ্চনগর গ্রামের একদিলের ছেলে বাদশা শেখ।

মামলার বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুদ্দিন মোল্লা জানান, কৃত্তিনগর গ্রামে খালার বাড়ি বেড়াতে আসেন দুই বোন। রবিবার রাত ৮টার দিকে ওই গ্রামের আরিফ প্রেমের ফাঁদে ফেলে বড় বোনকে গড়াই নদীর পাড়ে দেখা করতে বলেন। ছোটবোনকে সঙ্গে নিয়ে দেখা করতে যান বড়বোন। সেখানে পূর্ব-পরিকল্পিতভাবে আরিফসহ তার দুই বন্ধু বাদশা শেখ ও রাজিব মণ্ডল অবস্থান করছিলেন। আসামিরা মিলে দুই বোনকে ধর্ষণ করেন।

ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/আরএইচ/একে/আরকে/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)