চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে মঞ্চ দখল নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া আর চেয়ার মারামারির মধ্য দিয়ে পণ্ড হয়ে গেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র কর্মী সভা।

মঙ্গলবার (২ মে) দুপুরে চট্টগ্রাম মহানগরীর নাসিমন ভবনস্থ নগর বিএনপি’র কার্যালয়ে কেন্দ্র ঘোষিত উত্তর জেলা বিএনপি’র কর্মী সভা চলছিল।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।

এ ঘটনায় উভয় পক্ষের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে প্রতক্ষ্যদর্শীরা জানান। এর মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

বিএনপি নেতারা জানান, মঙ্গলবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে কর্মী সমর্থকরা আসতে থাকে। কিন্তু দুপুর ২টার দিকে হঠাৎ করে সীতাকুণ্ডের আসলাম গ্রুপের কর্মীরা শ্লোগান দিয়ে মঞ্চ দখলে নেয়। এ সময় তারা উত্তর বিএনপি’র (কারান্তরীন) আহবায়ক আসলাম চৌধুরীর নামে শ্লোগান দিতে থাকে।

উত্তর জেলা বিএনপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি গিয়াস কাদের চৌধুরীর সমর্থকরা তাদেরকে বাধা দিলে এবং মঞ্চ থেকে সরাতে গেলেই দেখা দেয় বিপত্তি। এ সময় উভয় পক্ষের মধ্যে চেয়ার মারামারি, ধাক্কাধাক্কি, ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে বন্ধ হয়ে যায় কর্মী সভার কার্যক্রম।

এর কিছুক্ষণ পর বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, সহ-সভাপতি মীর মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সহ-সভাপতি গোলাম আকবর খন্দকারসহ অন্যান্য নেতারা এসে উভয় পক্ষকে শান্ত করেন।

বিশৃঙ্খল পরিবেশের মধ্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন একটি হ্যান্ড মাইকের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মী সভা সমাপ্ত করে চলে যান।

উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান জানান, দুপুর আড়াইটায় কর্মী সভা শুরু করার পরিকল্পনা ছিল। এর মধ্যে আসলাম গ্রুপের কিছু উচ্ছৃঙ্খল কর্মী এসে মঞ্চ দখল করে সেখানে অবস্থান নেয়। তাদেরকে মঞ্চ থেকে সরাতে গেলে কিছু ভুল বোঝাবুঝি হয়। এজন্য পরিস্থিতি বিবেচনা করে কর্মী সভা সংক্ষিপ্ত করা হয়।

কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানান, মঞ্চ দখল নিয়ে বিএনপি’র দু’গ্রুপের নেতাকর্মীদের মাঝে চেয়ার মারামারিসহ হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি তাদের অফিসের ভিতরে বিধায় পুলিশ সেখানে হস্তক্ষেপ করেনি। তবে বাইরের পরিবেশ শান্ত ছিল।

(দ্য রিপোর্ট/এমএইচএ/মে ০২, ২০১৭)