২৪ ফেব্রুয়ারির গেইনার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪ ফেব্রুয়ারি দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকার প্রথমস্থানে উঠে এসেছে আলহাজ টেক্সটাইল। এদিন এ শেয়ারের দর বেড়েছে ৯.৯১ শতাংশ বা ১০ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে মিথুন নিটিংয়ের শেয়ার দর বেড়েছে ৯.৫৮ শতাংশ বা ৮.১ টাকা, বিচ হ্যাচারীর ৯.৩৮ শতাংশ বা ২.৬ টাকা, প্রাইম ফাইন্যান্সের ৭.৬৬ শতাংশ বা ২.২ টাকা, বিএসসির ৭.৪৪ শতাংশ বা ৪৩.৫ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৭.২২ শতাংশ বা ২৩.৯ টাকা, জিপিএইচ ইস্পাতের ৬.৪৩ শতাংশ বা ৩.৪ টাকা, শমরিতা হাসপাতালের ৬.১৫ শতাংশ বা ৫.৫ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৬.০৪ শতাংশ বা ১.৩ টাকা এবং সোনালী আঁশের শেয়ার দর বেড়েছে ৫.৮০ শতাংশ বা ৭.৮ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)