দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘১৯ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর অত্যাচার বন্ধ না করলে সরকারের পতন ছাড়া আর কোনো কর্মসূচি থাকতে পারে কিনা- সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে বিএনপি।’

রাজধানীর নয়াপল্টনে সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাচনকে সামনে রেখে সরকার ‘জঙ্গি ইস্যু’তে আরেকটি নাটক সাজাচ্ছে এমন অভিযোগ করে রিজভী বলেন, ‘এ বিষয়ে সন্দেহ হয়, জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে এমন একটি ঘটনাকে যথেষ্ট ‘রহস্যজনক’ মনে হচ্ছে।’

তিনি বলেন, ‘৪ দলীয় জোট সরকারের আমলে জেএমবির বিরুদ্ধে অভিযান চালিয়ে জঙ্গিদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু এরা এত দিন কোথায় ছিল। নির্বাচনকে সামনে রেখে এ সব ঘটনা সাজানো হচ্ছে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি, অত্যাচার, নির্যাতন বন্ধ না করলে আমাদের কাছে প্রতিটি আঘাতের হিসাব রাখা হচ্ছে, জনগণ এ সব আঘাত ফিরিয়ে দেবে।’

বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৪৫ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও নিন্দা জানান রিজভী।

উপজেলা নিবার্চনের ফল নিজেদের করে নিতেই পাইকারি গ্রেফতার, সিরিজ হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী আহমেদ বলেন, ‘২৭ ফেব্রুয়ারি যে সব এলাকায় উপজেলা নিবার্চন হচ্ছে সেখানে পুলিশ, সরকারের সন্ত্রাসী বাহিনী দাবড়িয়ে বেড়াচ্ছে এবং ১৯ দল সমর্থিত প্রার্থীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। প্রার্থীরা কেউ বাড়িতে থাকতে পারছেন না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল কারিম শাহীন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)